"

নিষিদ্ধ সংগঠনের নেতাকে মারধর করে পুলিশে দিলো ছাত্রদলের কর্মীরা


নিষিদ্ধ সংগঠন বগুড়ার ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক বিপুল হাসানকে (৩০) আটক করে মারধরের পর পুলিশে দেয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করেন। পরে মারধর করে সদর থানা পুলিশে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।  

পুলিশ ও এজাহার সূত্র জানা যায়, বিপুল হাসান ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তিনি ধুনট সদরের পশ্চিম ভরন শাহী গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মাস্টারের ছেলে। ২০১৮ সালে ধুনটে বিএনপির সমাবেশে হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সম্প্রতি তার বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে।



এ ছাড়াও বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা হয়েছে। গ্রেপ্তার এড়াতে বিপুল হাসান পলাতক ছিলেন। পরে বুধবার বিকেলে বগুড়া শহরে ঘোরাফেরা করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে চিনতে পেরে আটক করে মারধরের পর সদর থানায় সোপর্দ করেন। 

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, ছাত্রলীগ নেতা বিপুল হাসানের বিরুদ্ধে থানায় দুটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال