"

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত : সারজিস


হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে গেছে ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের আবেগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। শনিবার দুপুরে চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধে, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যা ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে সারজিস আলম বিশেষ অতিথি ছিলেন।

সারজিস আলম বলেন, ‘খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাঁকে দেশে পাঠিয়ে বিচার মঞ্চে ফিরিয়ে দিতে হবে।’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘১৬ বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনীবের কাতারে নিয়ে গিয়েছে। রক্তপিপাসু খুনী শেখ হাসিনার খুনের পিপাসা এখনো শেষ হয়নি। বিন্দুমাত্র অনুশোচনা না করে এই মহিলা এখনো খুনের কথা বলে আসছেন।’

সারজিস আলম আরও বলেন, ‘বাংলাদেশের ওপর ভারত আধিপত্যবাদী আচরণ করলে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্থায়ী হবে না।’

গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও বিভিন্ন পেশাজীবীরাও বক্তব্য দেন। এতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংখ্যানুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা রাখার দাবি জানান তিনি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال