"

খামারবাড়িতে বিএনপিপন্থি কৃষিবিদদের দুই গ্রুপের সংঘর্ষ

 


রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ফার্মগেটে খামার বাড়িতে এ সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছে।

জানা গেছে, এ্যাবের আহ্বায়ক রাশিদুল হাসান হারুন ও সদস্য সচিব জিকে মোস্তাফিজুর রহমান গ্রুপের অনুসারীদের মাঝে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মূলত কৃষিবিদ ইনস্টিটিউটের মাসিক আয়ের ভাগবাটোয়ারা নিয়ে এই সংঘর্ষ শুরু হয়, যা সন্ধ্যার দিকে উত্তেজনা ছড়ায়। প্রত্যক্ষদর্শী জানায়, হারুন গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ নুরুন্নবী শ্যামল আর সদস্য সচিব মোস্তাফিজ গ্রুপের নেতৃত্ব দেন কৃষিবিদ শফিক, কৃষিবিদ ইয়ার মাহমুদ প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক এ্যাবের কয়েকজন নেতা কালবেলাকে জানান, রাত পৌনে দশটা পর্যন্ত এই সংঘর্ষে মারাত্মকভাবে আহত হন কৃষিবিদ শ্যামল, শরীফ, ইকবাল, কৃষিবিদ শফিক, ইয়ার মাহমুদ, রবিউল ইসলাম রবি ও আদনান প্রমুখ। এর মধ্যে শ্যামল ও রবির অবস্থা আশঙ্কাজনক।


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال