"

রাজশাহী রেলস্টেশনে হামলার ঘটনায় চুয়াডাঙ্গা থেকে একজন আটক

 

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত সুমন আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।


পুলিশ কমিশনার জানান, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনার মূলহোতা সুমন আহমেদকে আরএমপি সাইবার ইউনিটের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গতকাল মঙ্গলবার রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশের মতো রাজশাহীতেও বন্ধ ছিল ট্রেন চলাচল। এর জেরে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। ভাঙচুরের এ ঘটনায় ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহিদুল আলম বাদী হয়ে রাজশাহী জিআরপি থানায় মামলা দায়ের করেন।


রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কর্মকার জানান, অভিযুক্ত সুমনকে চুয়াডাঙ্গা থেকে আটক করা হয়েছে। থানায় নিয়ে আসার পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে হাজির করা হবে তাকে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال