"

‘আ.লীগ নেতাকর্মীদের তওবা করে দল ত্যাগ করা উচিত’

 

ফেনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে কর্মসূচি দেয়, লজ্জা করে না। অসহায় কর্মীদের রেখে নিজে পালিয়ে এখন কর্মসূচি দিচ্ছেন। কর্মীরা আজ নিতান্ত অসহায়, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। তাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য এসব কর্মসূচির ঘোষণা দিচ্ছেন। আমার মতে, দেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তাদের এ মুহূর্তে তওবা করে দল ত্যাগ করা উচিত।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


এসময় তিনি বলেন, আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। তারা দেশ ও সমাজ বিরোধী। যাদের হাতে এখনো রক্তের দাগ লেগে আছে, তারা গণতান্ত্রিক অধিকারের কথা বলে কর্মসূচি দেবে এটি হতে পারে না। আওয়ামী লীগ সাপের মতো বিষাক্ত দল। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।


বাংলাদেশে অতীতের কোনো সরকারই দেশে আইনের শাসন ও সুশাসন কায়েম করতে পারেনি। যারাই ক্ষমতায় এসেছে নিজের আখের গুছিয়েছে। দেশে এমন লুটপাট চালিয়েছে যার হাত থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টও রক্ষা পায়নি। স্বাধীনতার পর প্রতিটি সরকারের মন্ত্রী এমপি দুর্নীতিতে জড়িত হয়েছে। এখন মানুষ আর আগামীতে চাঁদাবাজ সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। এখন এসব বললে একটি দলের গায়ে লাগে।


তিনি প্রত্যাশা রেখে বলেন, এখন দেশটা গড়ে তুলে মানুষের প্রত্যাশা পূরণের সুযোগ এসেছে। জুলাই আগস্ট বিপ্লব আমাদের সে সুযোগ করে দিয়েছে আমরা যাতে সে কথা ভুলে না যাই। শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্ররা রক্ত দেয়নি। সুশাসন, ন্যায়বিচার ও বৈষম্য মুক্ত সমাজ গঠন ও ভালো মানুষ যাতে পার্লামেন্টে যায় তার জন্য জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে।


তিনি আফসোস করে বলেন, জুলাই বিপ্লবের পর যে আলো দেখা দিয়েছিল তা ক্রমশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। কিন্তু দেশটা আমাদের, আমরা তা অন্ধকারে যেতে দিতে পারি না। এ জন্য নতুন শক্তিকে ক্ষমতায় আনতে হবে। এ জন্য চরমোনাইর পীর সাহেব ভালো ও সৎ মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যারা লুটপাট করে দেশ ধ্বংস করবে না। ইসলামি আন্দোলনের কর্মীরা সেই রাজনীতিই করে। আমরা কখনো দেশ ছেড়ে পালাবো না, আর সে রাজনীতি আমরা করি না। জনগণ যাদের পাশে থাকে তাদের দেশ ছাড়তে হয় না। যাদের জনগণ চায় না, তাদেরই দেশ ছেড়ে পালাতে হয়। এ জন্যই শেখ হাসিনা দেশ ছেড়ে তার ভালোবাসার দেশে পালিয়েছেন।


ইসলামি আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা আহ্বায়ক মাওলানা শায়খ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল করীম আক্রাম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন, চট্টগ্রাম মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন শিপন, কেন্দ্রীয় নেতা শেখ মাহবুবুর রহমান নাহিয়ান।


এছাড়া ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভুঞা, মুজাহিদ কমিটির ফেনী জেলা সভাপতি গাজী গোলাম কিবরিয়া, মজলিসে সুরা সদস্য রফিকুল ইসলাম ভুইঁয়া, প্রিন্সিপাল মাওলানা নুরুল করীম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবদুল মতিন প্রমুখ।


এছাড়া বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদে তোষণ নয়। ইসলামের বিজয়েই দেশবাসীর মুক্তি নিহিত রয়েছে। এছাড়া ২০২৪ এর গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির জাতীয় নির্বাচনের দাবি জানান ইসলামি আন্দোলনের নেতারা।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال