"

সমুদ্রসৈকতে ভেসে আসছে রহস্যজনক গোল বস্তু

 ভেসে আসা গোল বস্তু। ছবি : সংগৃহীত

ভেসে আসা গোল বস্তু। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ভেসে আসছে রহস্যজনক গোল বস্তু। সাদা ও ধূসর রঙের বস্তুগুলো আসলে কী তা এখনো অস্পষ্ট। এ নিয়ে সৈকতে আসা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়ালে নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয়েছে সিডনির ৯টি সৈকত।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সৈকত বন্ধের ঘোষণা দেওয়া হয়। নর্দান বিচ কাউন্সিল সূত্রে এ তথ্য জানিয়েছে সিএনএন।


নর্দান বিচ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমের শুরুতে সৈকতে টুরিস্টের ব্যাপক সমাগম হয়। এরই মধ্যে ছোট ছোট সাদা এবং ধূসর রঙের গোল বস্তু ভেসে আসতে থাকে। ভেসে আসা বস্তুর মাত্রা বাড়লে মঙ্গলবার সিডনির ৯টি সৈকত বন্ধ করা হয়। যার মধ্যে সুপরিচিত ম্যানলি সৈকতও রয়েছে। এসব সৈকতে দর্শনার্থীদের গোসল না করতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

তারা আরও জানায়, তারা নিরাপদে এই ধ্বংসাবশেষ বা আবর্জনা অপসারণের কাজ করছে। বলের আকৃতির ধ্বংসাবশেষের বেশিরভাগ নমুনা মার্বেলের আকারের ছিল। কিছু বড়ও ছিল।


সোনালি বালি এবং পরিষ্কার পানির জন্য বিখ্যাত সিডনির সমুদ্রসৈকত। তাই গ্রীষ্মকালীন ছুটিতে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র থাকে এসব সৈকত।

নির্দেশনা অনুযায়ী, ভ্রমণকারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ম্যানলি, ডি হোয়াই, লং রিফ, কুইন্সক্লিফ, ফ্রেশওয়াটার, নর্থ অ্যান্ড সাউথ কার্ল কার্ল, নর্থ স্টেইন এবং নর্থ নারাবিন সৈকত এড়িয়ে চলতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিধি মেনে চলতে বলা হয়েছে। গোল বস্তুগুলো নিয়ে তদন্ত চলমান থাকাকালীন সেসব থেকে দূরে থাকার বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বস্তুগুলোর নমুনা সংগ্রহ করেছেন। এ নিয়ে সিডনির পরিবেশ সংস্থার সাথে তারা একত্রে কাজ করছেন।

গত বছরের অক্টোবরে সিডনি শহরের পূর্বে অবস্থিত বিখ্যাত বন্ডিসহ বেশ কয়েকটি সৈকত বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন হাজার হাজার কালো গোল বস্তু তীরে দেখা যায়।

পরে তদন্তে জানা যায়, গোল বস্তুগুলো ফ্যাটি অ্যাসিড, প্রসাধনী এবং পরিষ্কারক পণ্যের মতো রাসায়নিক পদার্থের দলা। এসব দলার সঙ্গে চুল, খাদ্য বর্জ্য এবং বর্জ্য তেলসহ অন্যান্য উপকরণ মিশে অপচনীয় বস্তুতে রূপ নেয়।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال