"

‘নির্বাচন কখন হবে, সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে’

 জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি : সংগৃহীত

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। ছবি : সংগৃহীত

বাংলাদেশে কখন নির্বাচন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি।

গোয়েন লুইস বলেন, কোন সময়ে নির্বাচন হবে এটা বাংলাদেশ সরকার ও এ দেশের রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না। আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই। জাতিসংঘ কারিগরিসহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ, কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ‍্যাসেসমেন্ট টিম, নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে।

গো‌য়েন লুইস আরও বলেন, নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধিদল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে। সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন- রাজনৈতিক দল, সুশীল সমাজ, বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال