"

মৃত প্রসূতি পরিবারকে ৫ লাখ আর্থিক সাহায্য দেয়া হবে


পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসূতির পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানালেন।

তিনি বলেন, চাইলে পরিবাররে একজনকে চাকরি দেওয়া হবে। গোটা ঘটনায় চিকিৎসকদেরই কাঠগড়া তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডাক্তাররা নিজেদের দায়িত্ব পালন করতে এই ঘটত না। একটা মৃত্যু এড়ানো যেত।

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্যালাইন কাণ্ডে মৃত প্রসূতির পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আর আজ, বুধবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে নিয়ে মৃত প্রসূতির পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিষাক্ত স্যালাইন কাণ্ড নিয়ে যখন তোলপাড় পশ্চিমবঙ্গ তখন নবান্নের সভাঘর থেকে মৃত প্রসূতির পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মমতা। কর্তব্যে গাফিলতি না হলে প্রসূতি মাকে বাঁচানো যেত বলে মনে করেন মুখ্যমন্ত্রী। সেই কথা তিনি জানিয়েও দিয়েছেন। আর মোট ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال