"

পিঠে কোপ লেগে মাটিতে পড়ে কাতরাচ্ছিলেন সাইফ, কারিনার কী অবস্থা?


তখন রাত ২টা। হঠাত্‍ চিত্‍কার। সাইফ আলি খানকে ছুরি দিয়ে কোপাচ্ছে এক ব্যক্তি। একাধিকবার কুপিয়ে পালিয়েও যায় সে। মাঝরাতে বলিউড তারকা সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে ঢুকে কে হামলা করল, কেন হামলা করল—তা এখনও জানা যায়নি। লীলাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, অভিনেতা সাইফ আলি খানকে রাত সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি করা হয় রক্তাক্ত অবস্থায়। 

মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী কারিনা কাপুর খান এবং দুই ছেলে তৈমুর ও জাহারিকে নিয়ে থাকেন সাইফ। রাত দুটার দিকে এগারতলার ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতণ্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সাইফ। তখনই ওই ব্যক্তি সাইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। অন্য কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, একাধিক ব্যক্তি ছিল সেখানে। সময়টা রাত আড়াইটা। 

জানা গেছে, গতকাল বুধবার মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিল। দুর্বৃত্ত একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে।

সাইফের ওপর হামলার সময় কারিনা কাপুর কোথায় ছিলেন?
কারিনা কাপুর ও সাইফ আলি খানের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, হামলার সময় কারিনা কাপুর ও তাঁর সন্তানরা বাড়িতেই ছিলেন। ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঢুকেছিল। সাইফকে ছুরি মারার পর পালানোর সময় পরিবারের লোকেরা ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করেন, কিন্তু পালিয়ে যায়। অন্যদিকে সাইফ তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে কাতরাচ্ছেন।


আহত সাইফ 
লীলাবতী হাসপাতালের সিওও ডাক্তার নীরজ উত্তামনি জানিয়েছেন, ভোর সাড়ে ৩টায় সাইফকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে মোট ৬বার ছুরি দিয়ে কোপানো হয়েছে। এর মধ্যে দুবার শরীরের গভীরে কোপানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একটি কোপ সাইফের মেরুদণ্ডের একেবারে কাছে রয়েছে, সেখানে গভীর ক্ষত। তাঁকে নিউরো সার্জেন ও  কসমেটিক সার্জেন অপারেশন করছেন।

মুম্বাই পুলিশ কী বলছে? 
মুম্বাই পুলিশ জানাচ্ছে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে ঢোকে। এক পরিচারিকার সঙ্গে বচসা হয়। সাইফ দুজনকে বুঝিয়ে বচসা থামানোর চেষ্টা করছিলেন। তখনই ওই ব্যক্তি ছুরি দিয়ে সাইফকে কোপাতে শুরু করে। এখনও তদন্ত চলছে।

অন্যদিকে, বান্দ্রায় সাইফ প্রতিবেশী অভিনেত্রী পূজা ভাট রীতিমতো উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখলেন, 'বান্দ্রায় আরও পুলিশ বাড়ানো হোক। আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।'


দুর্বৃত্ত ঢুকল কী করে সাইফের বাড়িতে?
পারিবারিক সূত্রের খবর, বাড়ির একটি পাইপ সাইফের বেডরুম পর্যন্ত গিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, ওই পাইপ বেয়েই ঢুকে যায় দুষ্কৃতি। সাইফের সন্তানের ন্যানি আওয়াজ পান, এক পরিচারিকার সঙ্গে ওই দুষ্কৃতির বচসা হচ্ছে। সাইফ ঘটনাস্থলেই গেলেই ওই ব্যক্তি ছুরি বের করে কোপাতে শুরু করে দেয় সাইফকে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال