"

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের বৈঠক


পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বৈঠক হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ গুরুত্বপূর্ণ বৈঠক হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো নিয়ে আলোচনা হয়। অর্থনীতি, বাণিজ্যসহ নানা ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরেন তারা।

আলোচনায় গুরুত্ব পায় ঋণ সহায়তার ক্ষেত্রে ছাড়সহ স্বাস্থ্য ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা।

এর আগে সোমবার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়েন পররাষ্ট্র উপদেষ্টা। তিন দিনের সফর শেষে আগামী শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال