"

মোবাইলে মগ্ন মহিলা, কোলে ৯ মাসের শি*শুকে নিয়েই পা ফস্কে গভীর ম্যান*হোলে

 


 

মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কখনও কখনও বিপদ ডেকে আনে। এমনই ভারতের হরিয়ানা রাজ্যের এক ভয়াবহ ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যায়, এক নারী মোবাইলে কথা বলতে বলতে কোলে ৯ মাসের শিশুকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ করেই তিনি খোলা ম্যানহোলে পড়ে যান।


ভিডিওতে দেখা যায়, ওই মহিলা সালোয়ার স্যুট পরে এক মোবাইল দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন, এবং তার কোলে শিশু সন্তান ছিল। ফোনে এতটাই মগ্ন ছিলেন যে, রাস্তার উপরে খোলা অবস্থায় থাকা ম্যানহোলের প্রতি মনোযোগ দেননি। এর ফলে তিনি শিশুকে কোলে নিয়েই গভীর ম্যানহোলে পড়ে যান। পরে তাদের আশেপাশের মানুষ উদ্ধার করে। দুর্ঘটনায় শিশুর মাথায় শক্ত আঘাত লেগে যেতে পারতো, কিন্তু ভাগ্যক্রমে শিশুটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়নি।


আরও পড়ুনঃ  সম্পর্ক ছিন্ন করায় কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর নেটিজেনরা একে কেন্দ্র করে চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই অভিযোগ করেছেন যে, মহিলা এই পরিস্থিতির মধ্যে মোবাইল ব্যবহার করার কারণে সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। পাশাপাশি, রাস্তার খোলা ম্যানহোলে নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।


এমন বিপদজনক ঘটনার জন্য মোবাইল আসক্তিকে দায়ী করেছেন অনেকেই। এক নেটিজেন লিখেছেন, ‘মোবাইলই মূল সমস্যা’। তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন যে, ওই ম্যানহোলে আরও অনেক মানুষ পড়তে পারেন যদি এভাবে খোলা থাকে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال