"

রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে


 




 রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বাংলাদেশের মানুষ রাজনীতিকে সুযোগ সুবিধা পাওয়ার হাতিয়ার মনে করে। রাজনৈতিক নেতাদের দুর্নীতি, দুঃশাসন মানুষকে রাজনীতি প্রতি ঘৃণা তৈরিতে বাধ্য করেছে। কিন্তু দিনশেষে দেশটা রাজনীতিবিদরাই চালায়। তাই রাজনীতি সম্পর্কে মানুষের ধারণা বদলাতে কাজ করতে হবে।


শুক্রবার(২৪ জানুয়ারি) এবি পার্টির শ্রমিক বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। 


এবি পার্টির শ্রম সম্পাদক শাহ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শ্রম সম্পাদক আজিজা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 


তিনি বলেন, আমার বাংলাদেশ পার্টির রাজনীতি মানেই সমস্যা সমাধানের রাজনীতি। আমরা আমাদের শ্রমিক বিভাগকে শ্রমিক পার্টিতে রুপান্তর করতে চাই। শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানই হবে আমাদের শ্রমিক রাজনীতি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা যদি মানুষের সমস্যা সমাধান নিয়ে কথা বলি। সরকারের কাছে দাবি উত্থাপন করি এবং আন্দোলন করি তাহলে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হবে। আজ নতুন অনেকে যোগদান করছেন আশা করি সবাই একসঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। ইনশাআল্লাহ আমরা যদি সঠিকভাবে মানুষের জন্য কাজ করতে পারি তাহলে সবাই আমাদের সঙ্গে যুক্ত হবে। 


নতুন যোগদানকৃত সংগঠকদের স্বাগত জানিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এবি পার্টি সব সময় অগ্রণী ভূমিকা রাখবে। কারণ শ্রমিকদের ঘাম আর শ্রমের ওপরই একটি দেশের উন্নয়ন নির্ভর করে। 


বাংলাদেশে শ্রম আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, শ্রম আদালত যদি শ্রমিকদের জন্য ন্যায্য ভূমিকা রাখে, তাহলে বেতন ভাতার জন্য এতো আন্দোলন সংগ্রামের প্রয়োজন হতো না। 


Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال