" জাতীয় ক্যানসার গবেষণা হাসপাতালে রেডিও থেরাপির সব মেশিন নষ্ট "

জাতীয় ক্যানসার গবেষণা হাসপাতালে রেডিও থেরাপির সব মেশিন নষ্ট


ছয়টি রেডিও থেরাপি মেশিনের সবগুলোই নষ্ট। জাতীয় ক্যানসার গবেষণা হাসপাতালে ১৫ দিন ধরে মিলছে না এই সেবা। ফলে প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন ক্যানসার আক্রান্ত অন্তত দুই শ রোগী। নষ্ট মেশিন কবে সচল হতে পারে, তা বলতে পারছে না কেউ। ফেব্রুয়ারি ও মার্চে দুটি নতুন মেশিন চালু হওয়ার আশায় আছে কর্তৃপক্ষ।

ক্যানসারের কোষ ধ্বংস করার চিকিৎসা রেডিও থেরাপি। এ জন্য জাতীয় ক্যানসার গবেষণা হাসপাতালে ছয়টি মেশিন ছিল। দীর্ঘদিন ধরে চারটি মেশিন অকেজো থাকলেও সচল ছিল দুটি। এবার নষ্ট হলো সেই দুটিও।

রেডিও থেরাপি বিভাগে ঝুলছে মেশিন নষ্টের বিজ্ঞপ্তি। কবে চালু হবে বলা নেই। একের পর এক রোগী আসছেন আর ফেরত যাচ্ছেন। ঢাকার বাইরে থেকে এসেছেন অনেকে। কেউ কেউ আবার দীর্ঘ সময় পর সিরিয়াল পেয়েও থেরাপি নিতে গিয়ে দেখেন সেবা বন্ধ।

থেরাপি নিতে আসা রোগীরা বলেন, অনেক দূর থেকে ঢাকায় থেরাপি নিতে এসে মেশিন নষ্ট দেখে আবার ফেরত যেতে হচ্ছে। অর্থ, সময় আর শ্রম সবই নষ্ট।

আরেক রোগী জানালেন, দীর্ঘ সময় লাইন ধরে সিরিয়াল আসার পর জানা গেল মেশিন নষ্ট। অর্থ সংকটের কারণে বেসরকারিভাবেও থেরাপি দেওয়ার অবস্থা নেই।

বেশি খরচের কারণে বেসরকারিভাবে রেডিও থেরাপি নিতে না পারা অসচ্ছল রোগীরা ভিড় করেন এই হাসপাতালে। কিন্তু পাঁচ বছর ধরেই ভোগান্তিতে রোগীরা। কখনও যন্ত্র নষ্ট, কখনও সিরিয়াল পেতে দেরি হওয়ায় নাকাল ক্যানসার রোগীরা।

হাসপাতালের এক চিকিৎসক জানালেন, বারবার রোগীদের ফেরত পাঠাতে পাঠাতে তাঁরাও ক্লান্ত এখন। রোগীদের সঠিকভাবে চিকিৎসা দিতে না পেরে তাদেরও বিব্রতকর অবস্থা।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. জাহাঙ্গীর কবীর বলেন, ছয়টি রেডিও থেরাপি মেশিনের সবগুলোই নষ্ট। জাতীয় ক্যানসার গবেষণা হাসপাতালে ১৫ দিন ধরে থেরাপি সেবা দেওয়া যাচ্ছে না। প্রতিদিন বাধ্য হয়ে ফেরত যাচ্ছেন ক্যানসার আক্রান্ত অন্তত দুই শ রোগী। তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্প্রতি রেডিও থেরাপির দুটি মেশিন কেনা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে আরেকটি চালু হতে পারে সেগুলো। তবে রোগীর চাহিদা মেটাতে দরকার অন্তত আরও পাঁচটি মেশিন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال