"

ভারতের ৪৫ ভাগ ডাক্তার ভুয়া: পিনাকী ভট্টাচার্য



ভারতের প্রাক্টিসিং ডাক্তারদের ৪৫ শতাংশের কোন ফরমাল মেডিক্যাল ডিগ্রি নাই বলে মন্তব্য করেছেন আলোচিত বাংলাদেশি লেখক ও প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

তিনি বলেন, জ্বি ঠিকই শুনিতেছেন ৪৫% ডাক্তার ভুয়া। আমার কথা না রয়টার্সের কথা এই সংখ্যা সাত লাখ। মানে সাত লাখ ডাক্তার ভুয়া। এরা বড় বড় হাসপাতালে কাজ করতেছে। সার্জারী করতেছে। এদের হাতে তো মরবেন কারণ দুইজনের মধ্যে একজন ডাক্তার ভুয়া।


পিনাকী বলেন, ভারতে খুব ভাল ডাক্তার আছে, খুব ভাল হাসপাতাল আছে এটা সত্য। খুবই খারাপ মেডিক্যাল আছে ৩৯৮টি। যা রয়টার্সের করা নিউজ। এই ৩৯৮টি হাসপাতাল রীতিমতো প্রতারণা করে। তাদের না আছে কোনো শিক্ষক, না আছে ছাত্রদের পড়ানোর মতো পর‌্যাপ্ত পরিবেশ। 


তিনি বলেন, মেডিক্যাল কলেজে নিয়মিত অডিট হয়। ভারতে যখন এ রকম মেডিক্যালে পরিদর্শকেরা আসে, তখন তারা আশেপাশের গ্রামে প্রচার চালায় বিদেশী ডাক্তাররা এসে ফ্রি চিকিৎসা দিবে।

তিনি বলেন, ৩৯৮টা মেডিক্যাল মানে ৬টা মেডিক্যাল কলেজের মধ্যে ১টা মেডিক্যাল কলেজ এই কাজ করে। ৬ জন ডাক্তারের মধ্যে এরকম ১ জন ডাক্তার পাবেন যে এরকম মেডিক্যাল কলেজ থেকে পড়ে এসেছে। এটা কেনো নাম না জানা পত্রিকা না, রয়টার্সের সংবাদ কিন্তু।

এসবের প্রেক্ষিতে পিনাকী প্রশ্ন রাখেন, দেখাইতে যাবেন এই ডাক্তারদের কাছে?
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال