পাকিস্তানের গুজরানওয়ালায় ঘুমন্ত বাবাকে দড়ি দিয়ে বেঁধে আগুন জ্বালিয়ে দিয়েছে দুই কিশোরী। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। দগ্ধ ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ৩২৪ এবং ৩৪ ধারায় মামলা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মৃত ব্যক্তির নাম আলী আকবর। তিনি তিনবার বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রী আগেই মারা গেছেন। বাকি দুই স্ত্রী ও ১০ সন্তান নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
মামলার বাদী নিহত আলী আকবরের বোন অভিযোগ করেছেন, তার ভাইয়ের দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী এবং তাদের মেয়েরা অজ্ঞাতনামা ব্যক্তিদের সঙ্গে পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছেন। তারা আকবরকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন এবং এরপর মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় দুই কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বয়স যথাক্রমে ১৬ এবং ১২ বছর। এদের একজন আকবরের তৃতীয় পক্ষের আগের স্বামীর মেয়ে এবং অপরজন তার দ্বিতীয় পক্ষের সন্তান। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে দুই কিশোরী ঘুমন্ত অবস্থায় বাবার শরীরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে।
Tags
আন্তর্জাতিক