"

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক


বুধবার (১ জানুয়ারি) সিলেট বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ জায়গা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলারের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দমদমা এলাকা থেকে ব্রোমিং স্টারকে (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি শিলং ইস্ট খাসিয়া হিল পানিয়াসাল এলাকার মৃত কয়াইত’র ছেলে।

এছাড়া বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ১২৩৬ সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলাউরা এলাকা থেকে আটক হন লোকাস (৫৫) নামের আরেক ভারতীয় নাগরিক। তিনি শিলং খাসিয়া হিল সাইগ্রাম চেলা’র বার্মন টিলা এলাকার মৃত গোমারু’র ছেলে।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত ২ ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال