" ‘ওষুধের ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে’ "

‘ওষুধের ওপর শুল্ক কর কমানোর সুপারিশ করা হয়েছে’

 ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।




শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে শিক্ষকদের মতবিনিময়কালে তিনি এ কথা জানান।


স্বাস্থ্য উপদেষ্টা বলেন- আমরা স্বয়ংসম্পূর্ণ, আসলে তা নয়। আমরা স্বয়ংসম্পূর্ণ নই। আমাদের চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে হয়। সেখানে ডলার সংকট আছে। এ ছাড়া আগের সরকারের করা ঋণ পরিশোধ করতে হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আমদানি পণ্যে ট্যাক্স-ভ্যাট কমানোর কারণে ব্যালেন্স করতে গিয়ে কিছু পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে, তবে ওষুধে নতুন আরোপিত শুল্ক কর কমানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া দেশের হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও ব্যবহার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নূরজাহান বেগম বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচনের আশা করা হচ্ছে। এর মধ্যে সব সংস্কার বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয়। তবে জনগণ অধিক সংস্কার চাইলে নির্বাচনের সময় আরও বিলম্বিত হতে পারে, সেটা জুন পর্যন্ত যেতে পারে। এরপর সুপারিশ থাকবে যারা আসবেন তারা সেটা করবেন।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকদের সাথে মতবিনিময় ও পরিদর্শন শেষে রেড ক্রিসেন্ট রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন তিনি। এর আগে তিনি সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন উপদেষ্টা। এসময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সাথে কথা বলেন। পরে তিনি চিকিৎসা ব্যবস্থাকে ভঙ্গুর উল্লেখ করে বিগত সময়ে নেওয়া নানা প্রকল্পের সমালোচনা করেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال