"

সাবেক ওসি নেজামকে লাঞ্ছিতের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার


চট্টগ্রামের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু স্বাক্ষরিত বার্তায় শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নগরীর পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিলেন পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নেজাম উদ্দীন। এ সময় চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসেন তাকে দেখতে পান। তাদের সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী ছিলেন। একপর্যায়ে তারা ওসি নেজাম উদ্দীনকে ঘিরে ফেলেন। শহীদ তার কলার ধরে টানাটানি করেন এবং শার্ট ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পরে খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেজাম উদ্দীনকে হেফাজতে নেয়।

এদিকে ঘটনার পরপরই শহীদুল ইসলাম শহীদ তার ফেসবুক আইডিতে লাইভে এসে বলেন, ওসি নেজামকে ধরেছি, সবাই পাঁচলাইশ থানার সামনে আসুন।” এই আহ্বানে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সেখানে জড়ো হয়ে ওসিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال