গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- তারাকান্দা উপজেলার গোয়াইলকান্দি গ্রামের আবদুর রহমান খানের ছেলে মো. নাঈম খান পাঠান (৩৮) ও ময়মনসিংহ সদরের মিন্টু চন্দ্র দে’র ছেলে তুষার চন্দ্র দে ওরফে মো. আবদুল্লাহ (২২)।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হাসপাতালের ব্লাড ব্যাংকসহ বিভিন্ন জনের কাছ থেকে রক্ত সংগ্রহ করে স্যালাইন মিশিয়ে বিক্রি করত এ প্রতারকচক্রটি।
ওসি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. সেলিম মিয়া বাদী হয়ে এ ঘটনায় শনিবার রাতে তাদের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তারের পর তারা জানান, বিভিন্ন ক্লিনিক থেকে তারা রক্ত সংগ্রহ করে বিক্রি
করতেন। তারা অনেক বড় চক্রের সঙ্গে জড়িত। নগরের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ছড়িয়ে–ছিটিয়ে তারা মানুষের ক্ষতি করছেন।
ওসি আরও বলেন, মাদকদ্রব্য গ্রহণ করে, এমন ব্যক্তিদের রক্ত সংগ্রহ করে, সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে রক্ত না নিয়ে তারা ভুয়া ব্লাড ব্যাংকের কথা বলে এসব রক্ত বিক্রি করেন।