"

দ্বিতীয় বিয়ে করতে বাধা দেয়ায় স্ত্রীকে মেরে ফেলল স্বামী


পটুয়াখালীতে দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রী নূরজাহান বেগমকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী নূর মোহাম্মদ মুন্সী (৪৫)।

রবিবার (৫ জানুয়ারি) ভোররাত ৩টার তিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নূরজাহান বেগমের ছেলে বেল্লাল জানান, তার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে চলা কলহের কারণ ছিল বাবার দ্বিতীয় বিয়ে করতে চাওয়া। এতে সম্মতি ছিল না মা নূরজাহান বেগমের। এ কারণে প্রায়ই নূরজাহান বেগমকে মারধর করতেন নূর মোহাম্মদ। গতকাল শনিবার বিকেলেও তাকে মারধর করা হয়। তার বাবা রিকশা চালানোসহ বিভিন্ন কাজ করতেন।

তিনি জানান, আজ ভোররাতে মায়ের ঘর থেকে আসা গোঙানির শব্দ শুনে তিনি সেখানে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, নূর মোহম্মদ আটক আছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال