"

অবশেষে প্রকাশ্যে এলেন মেজর ডালিম!


মেজর ডালিম এবার প্রকাশ্যে এলেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের এক লাইভে যুক্ত হোন তিনি।

লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মত যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল যে তার জুলুমের অবসানের জন্য। 

এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দেন।

তিনি পোস্টে লিখেন, রোববার রাত নয়টায় ইতিহাসের স্বাক্ষী হতে যাচ্ছি৷ সারাজীবন যার অপেক্ষায় ছিলাম কাল তিনি যুক্ত হতে যাচ্ছেন আমার লাইভে৷ নিরাপত্তার স্বার্থে পরিচয় দিচ্ছি না৷ চোখ রাখুন এই পেইজে৷
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال