আমার ছেলে যে কি পরিশ্রম করে দেশের জন্য ,তা চিন্তা করা যায় না। আমি ভাবতে ও পারি না সে এতটা পরিশ্রম করতে পারে। কয়েকদিন আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান পিনাকী ভট্টাচার্যের মা।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যে র্যাগিং হতো তা আস্তে আস্তে নির্মম হত্যাকাণ্ডে রূপ নিয়েছে আমি মারামারি সহ্য করতে পারি না। আমার ছেলেকে এরশাদের সময় খুব মারা হয়েছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর ও কয়েকবার মারা হয়েছে। এটা কোন সভ্য দেশে চলতে পারে না। আমি চাই প্রতিটা ক্যাম্পাস র্যাগিং মুক্ত থাকুক।
Tags
জাতীয়