চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রশিক্ষণ চলা অবস্থায় অব্যাহতি পাওয়া দুই শতাধিক এসআই। রোববার সকালে সচিবালয়ের বিপরীত পাশে জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু করেন পুলিশের চাকরি খোয়ানো এসব ব্যক্তি।
আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় তাদের ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে।
গত তিন মাসে চার দফায় এসব ব্যবস্থা নেওয়া হয়। সবশেষ ব্যবস্থা নেওয়া হয় গেল ১ জানুয়ারি, সেদিন আটজনকে অব্যাহতি দেওয়া হয় প্রশিক্ষণ মাঠে উচ্চ স্বরে হইচই করার অভিযোগে।
এর আগে শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার মাত্র এক মাস আগে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতিপ্রাপ্ত বলেন, আমাদের বিনা অপরাধে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখনও আমরা জানতে পারিনি আমাদের অপরাধ কী। শৃঙ্খলা ভঙ্গের দায় দেখিয়ে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের এখন চাকরির বয়স শেষ। এ সময় চাকরি না থাকলে মানবেতর জীবন কাটাতে হবে। তাই সব অব্যাহতি প্রাপ্তদের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছি।
অব্যাহতি প্রাপ্ত বলেন, আমি পুলিশে ৩ বার ভাইভা দিয়ে চাকরি করার সুযোগ পেয়েছি। এখন সময় দেশের জন্য কাজ করা, পরিবারের পাশে থাকার। সবাই আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে। এখন একটা দাবি অব্যাহতি প্রাপ্তদের পুনর্বহাল।
আমাদের যে শৃঙ্খলাভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটা কোনো গুরুতর অপরাধ নয়। এর জন্য একাডেমিতে শাস্তির বিধান আছে। তাই বলে অব্যাহতি মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে আহ্বান করব দ্রুত আমাদের চাকরিতে পুনর্বহাল করার।
Tags
সারাদেশ