ভাবনা। ছবি: ফেসবুক থেকে নেওয়া
‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজ জগতে পা রাখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এরপর একাধিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। তারঁ সিনেমা যাত্রা শুরু হয় ‘ভয়ংকর সুন্দর’ দিয়ে। তবে কাজের পাশাপাশি বিভিন্ন বিতর্কও যেন তাঁর পিছু ছাড়ছে না।
ছাত্র-জনতার গণআন্দোলনের সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এ যুক্ত থাকার কারণে ভাবনা সমালোচিত হন। আওয়ামীপন্থী শিল্পী হিসেবে সক্রিয় থাকার কারণে জনগণের একটি অংশের তোপের মুখেও পড়তে হয় তাঁকে। অবশ্য আরও আগে থেকেই ভাবনার জীবনে বিতর্ক একটি অনুষঙ্গ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর থেকেই ভাবনা ছিলেন অনেকটাই নিশ্চুপ। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছিলেন অনুপস্থিত।
তবে সাম্প্রতিক সময়ে ভাবনা আবারও সক্রিয় হয়েছেন। নিয়মিত পোস্ট করছেন নিজের জীবনের নানা মুহূর্ত। আজ সোমবার নিজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমিই সেরা। আমি যোগ্য ছিলাম, সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত। এটি আমার ব্যক্তিগত নীতি, যা আমি প্রতিদিন সকালে নিজেকে বলে থাকি অভিনয়ের আগে।’
কিন্তু এই পোস্ট নেটিজেনদের একাংশের মন ভোলাতে ব্যর্থ হয়। সমালোচনার মুখে পড়ে ক্যাপশনটি মুছে ফেলতে বাধ্য হন তিনি। তবে ছবিগুলো রেখে নতুন ক্যাপশনে লেখেন, ‘গতরাত সম্পর্কে।’
এছাড়াও, মন্তব্যের ঘরে নেতিবাচক প্রতিক্রিয়া দেওয়া অনেক মন্তব্যও মুছে ফেলেছেন অভিনেত্রী। ভাবনার এই পদক্ষেপ নিয়েও অনেকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।