"

প্রেম করছেন সিরাজ! গুঞ্জনের উত্তর দিলেন ক্রিকেটার নিজেই

 

সময়টা ভালো যাচ্ছেনা ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে জায়গা হয়নি এই পেসারের। এর মাঝে মোহাম্মদ সিরাজের প্রেমের গুঞ্জন শান্তিতে থাকতে দিচ্ছে না এই ক্রিকেটারকে।


ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত সমর্থকদের মাঝে। সাংসারিক জীবন থেকে শুরু করে প্রেমের গুঞ্জন সবকিছুতেই ভক্তদের মাতামাতির কমতি থাকেনা। এবার সে ফাঁদে পড়েছেন সিরাজও। গুঞ্জন উঠেছে ভারতীয় প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের নাতনি জ়ানাই ভোঁসলের সঙ্গে জমিয়ে প্রেম করছেন এই ক্রিকেটার।


সম্প্রতি জ়ানাই এর সঙ্গে এক রেস্তরাঁয় দেখা গিয়েছে সিরাজকে। ২৩তম জন্মদিনে সামাজিক মাধ্যমে সিরাজের সঙ্গে ছবি দেন ২৩ বছর বয়সী গায়িকা জানাই।তার পরেই উঠেছে তাদের নিয়ে প্রেমের গুঞ্জন।তবে গুঞ্জনের আগুন দীর্ঘস্থায়ী হওয়ার আগেই তাতে পানি ঢেলে দিয়েছেন সিরাজ-গুঞ্জন দুজনই।


নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে সিরাজের সঙ্গে আবারও ছবিটি দিয়ে জানাই ক্যাপশনে লেখেন, ‘আমার প্রিয় ভাই।’ সিরাজও জানাইকে বোন বলে সম্বোধন করেছেন। দুজন নিশ্চিত করেছেন তাদের সম্পর্ক মূলত ভাই-বোনের

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال