বাংলাদেশের সীমান্তবর্তী কোদলা নদীর প্রায় পাঁচ কিলোমিটার জায়গাকে ঘিরে বিজিবি ও বিএসএফের মধ্যে বিতর্ক চরমে উঠেছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দাবি করেছে, মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা এই অংশ তারা পুনরুদ্ধার করেছে। বিজিবি’র কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এক সাংবাদিক বৈঠকে এ দাবি করেন এবং জানান, ৪.৮ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকারে এনেছে বাংলাদেশ।
বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে দাবি করা হয়, কোদলা নদীর দখল পুনঃপ্রতিষ্ঠার পর স্থানীয় বাসিন্দারা সেখানে মাছ ধরছেন ও স্নান করছেন। তবে বিএসএফ এই দাবিকে দায়িত্বজ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এনকে পাণ্ডে জানান, কোদলা নদীর এই জায়গা ভারতের ভূখণ্ড এবং তা নিয়ে কোনও বিতর্কের সুযোগ নেই।
কোদলা নদীর উৎস ভারতে এবং এটি দুই দেশের সীমান্ত দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে যায়। নদীটি স্থানীয় কৃষি ও জল নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯৭৫ সালের সীমান্ত চুক্তি অনুযায়ী, এই অংশ ভারতীয় ভূখণ্ড হিসেবে বিবেচিত হলেও বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে।
বিএসএফ সতর্ক করে বলেছে, এমন খবর দুই দেশের সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা স্পষ্ট করেছে যে ভারতের এক ইঞ্চি জমিও দখলমুক্ত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।
Tags
জাতীয়