"

সমন্বয়কদের পরিণতি হবে শেখ মুজিবের মতো- জবাবে সারজিস যা বললেন


সারজিস আলমের সাথে এক বিশেষ লাইভ সাক্ষাৎকারে বিএনপি নেতাদের মাঝে এক নেতা মন্তব্য করেন যে, “সমন্বয়করা যদি ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তাহলে তাদের পরিণতি শেখ মুজিবুর রহমানের মতো হবে।”

এর উত্তরে সারজিস আলম বলেন, “কোন সমন্বয়ক ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইনি। কারণ সমন্বয়কারী বলতে আপনারা যাদেরকে চিনেন, তারা কেউ ক্ষমতায় নেই। মানুষ যাদেরকে চেনে আমাদের যে তিনজন প্রতিনিধি আছে মানুষ যেদিন চাইবে না তারা ক্ষমতা থেকে পদত্যাগ করতে রেডি।”

তিনি আরও বলেন, “আমরা যদি ক্ষমতা দীর্ঘায়িত করার পরিকল্পনা করতামই, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন দুটি সময় দিয়েছিল নির্বাচনের জন্য, তখন কি আপনারা সমন্বয়ক অথবা ছাত্র প্রতিনিধিদের কারো কাছ থেকে নির্বাচনের ব্যাপারে দ্বিমত পেয়েছেন?”


সার্ভিস আলম আরো বলেন, “আমরা চোখে ক্ষমতা দেখিনা। যারা ক্ষমতা দেখে, যারা ক্ষমতার লোভী ও পিপাসু, তাদের পরিণতি আমার দেখা হয়ে গিয়েছে। আমাকে শেখ মুজিবের পরিণতি দেখাতে হবে না, শেখ হাসিনার পরিণতি ও দেখাতে হবে না। একটা আমি নিজের চোখে দেখেছি, অন্যটা ইতিহাস পড়ে জেনেছি।”


তিনি শেষ করেন, “আমাদের এখন খুব বেশি প্রয়োজন পুরানো ধাঁচ ও সংস্কার বাদ দিয়ে দেশের মানুষের জন্য কিছু করা। এতে হয়তো আমাদের কিছু সেক্রিফাইস করতে হবে, কিন্তু দেশের ইতিহাসে আমাদের নাম লেখা থাকবে।”
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال