"

বাতের ওষুধ হিসেবে চীনে বিক্রি হচ্ছে বাঘের মূত্র

 

আর্থাইট্রিস, বাতের ব্যথা, বহু মানুষ এই রোগের শিকার। অনেকেই দীর্ঘকাল ধরে চিকিৎসা করান বহু জায়গায়। তবে এবার চীনের চিড়িয়াখানায় চড়া দামে বিক্রি হচ্ছে বাঘের মূত্র। দাবি, তাতেই নাকি সেরে যাবে বাতের ব্যথা।


সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বোতলে করে বাঘের মূত্র বিক্রি করছে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ইয়ান বিফেংশিয়া ওয়াইল্ডলাইফ জু নামের একটি চিড়িয়াখানা। প্রতিটি বোতলের দাম ৫০ ইউয়ান যা বাংলাদেশি মুদ্রায় ৮৪৭ টাকা। একটি বোতলে থাকছে ২৫০ মিলিলিটার করে মূত্র।


ওই চিড়িয়াখানার পরামর্শ, বাঘমূত্রের সঙ্গে একটু হোয়াইট ওয়াইন এবং আদাকুচি মিশিয়ে ব্যথার জায়গায় দিতে হবে। তাহলেই বাতজনিত রোগ থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। এছাড়া, ভুক্তভোগী চাইলে অল্প করে বাঘমূত্র পানও করতে পারেন। তাতেও নাকি ব্যথা কমে যায়।


তবে বাঘমূত্র পান করার পর শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সতর্ক হতে হবে বলেও জানিয়েছে ওই চিড়িয়াখানা।


অন্যদিকে, এই উদ্যোগের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে। চীনের ঐতিহ্যগত চিকিৎসাবিদ্যার একজন ফার্মাসিস্ট সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, বাঘের মূত্র মালিশ করলে বা পান করলে বাতের ব্যথা সারার এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তিনি আরও বলেন, চিড়িয়াখানার এই উদ্যোগ চীনের ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে এবং বাঘ সংরক্ষণের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال