চট্টগ্রামে ডাকাত ধরতে গিয়ে থানা থেকে লুট হওয়া ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নগরের ডবলমুরিং থানার ঝর্ণাপাড়া ঢেবারপাড় এলাকার বাসা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করার গুলির মধ্যে রয়েছে ১৬ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি, একটি রাবার বুলেট ও চারটি ধারালো অস্ত্র।
ডবলমুরিং থানার ওসি রফিক আহমেদ বলেন, ‘ঢেবার পাড় এলাকায় শাহজালাল নামে এক ডাকাতকে ধরতে অভিযানে গিয়েছিলাম। তাকে পাওয়া না গেলেও তার বাসায় তল্লাশি চালিয়ে গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা বুলেটগুলো পুলিশের। গত ৫ অগাস্ট বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় সেগুলো লুট হয়েছিল। এ ঘটনায় মামলা হয়েছে।’
Tags
সারাদেশ