"

‘বাংলাদেশের মানুষ আর পূর্বের রাজনীতি চায় না’


 ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম বলেছেন, প্রতিহিংসার রাজনীতিতে আর জনগণ ফিরে যেতে চায় না। বাংলাদেশের মানুষ আর পূর্বের রাজনীতি চায় না। জনগণ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জামালপুরে ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণ শান্তি চায়, সমৃদ্ধি এবং সোনার বাংলা গড়ার জন্য ইসলামী আন্দোলনের পতাকাতলে আসতে চায়।

জামালপুর পৌর শহরের জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার আয়োজনে দ্বি বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

ডা. সৈয়দ ইউনুছ আহমাদের সভাপতিত্বে ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় দ্বি-বার্ষিক জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক জি এম রহুল আমীন, জামালপুর শাখার সহসভাপতি মুফতি মোস্তফা কামালসহ অন্যরা।

এ সময় মুফতি মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال