"

সুরঙ্গ খুঁড়ে সোনালি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা

 

লালমনিরহাট সদরের বড়বাড়ি সোনালী ব্যাংক শাখায় সুরঙ্গ খুড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। তবে লোকজন টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে টাকা বা অন্যকিছু খোওয়া গেছে কিনা তা খতিয়ে দেখছে সেনাবাহিনী, পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ।


মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের পেছনের দেয়ালের নিচে একটি সুরঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকটির একজন নাইট গার্ড বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় চুরি করতে আসা ব্যক্তিরা। ব্যাংকটি থেকে টাকাসহ অন্যকিছু খোওয়া গেছে কিনা তা জানতে অনুসন্ধান চালাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ, পুলিশ ও সেনাবাহিনী বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال