পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নাটোর সদর থানায় প্রয়োজনীয় কাগজপত্র দিতে আসা এক সেবাপ্রার্থীর কাছ থেকে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
১ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী করমর্দনের সময় এসআই এর হাতে টাকা গুঁজে দেন এবং এসআই আমিনুল তা নিয়ে ড্রয়ারে রেখে দেন।
ওই ডেস্ক থেকে আসার সময় এসআইকে টাকা দেওয়ার কারণ জানতে চান আরেক ব্যক্তি। তখন সেবাপ্রার্থী বলেন, ‘আমি ৩০০ টাকা উনাকে চা খেতে দিয়েছি।’
এ সময় তিনি আরও জানান, পুলিশ ক্লিয়ারেন্স পেতে এর আগে ও তিনি অন্য একজন পুলিশ কর্মকর্তাকে এক হাজার টাকা দিয়েছেন। তবে ওই কর্মকর্তার পরিচয় তিনি উল্লেখ করেননি। তদন্তের জন্য যে কর্মকর্তা বাড়িতে গিয়েছিলেন, তাকে ও টাকা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তবে সর্বশেষ তথ্যমতে, আমিনুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার (১৮ জানয়ারি) রাতে পুলিশ সুপারের কার্যালয় থেকে এই আদেশ দেওয়া হয়।
সূত্র: https://www.facebook.com/share/v/1DMoVfM8KJ/
Tags
সারাদেশ