সাত কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলন করেন।
গতকাল রোববার গভীর রাতে শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, আজ সকাল ৯টা থেকে তারা নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করবেন।
তবে বেলা ১২টা পর্যন্ত ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো সড়ক অবরোধ করেননি। তাদের কলেজ প্রাঙ্গণে একত্রিত হতে দেখা যায়।
ঢাকা কলেজের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। নীলক্ষেত এলাকায় সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
Tags
জাতীয়