"

জুতা চুরির পর খেলনা পিস্তল দেখিয়ে ভয়, যুবক আটক

 

রাজধানীর পান্থপথে মসজিদ থেকে জুতা চুরির পর ধরা পড়ে প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষকে 'পিস্তল' বের করে ভয় দেখানোর চেষ্টা করা এক যুবককে আটক করেছে পুলিশ।


বুধবার (২৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পান্থপথের এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।


আটক ইবতেশাম রহমান আলফি (১৮) মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে। তিনি নিজেকে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে দাবি করেছেন।


ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) রাজিব গায়েন ওই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুধবার এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতালের ভেতরের মসজিদে নামাজ পড়ে কয়েকজন যুবক বের হয়ে দেখেন তাদের একজনের জুতা নেই। ওই হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে তারা এক সন্দেহভাজন যুবককে শনাক্ত করেন। বাইরে বেরিয়ে তারা ফুটেজে দেখা যুবকের মতো একজনকে দেখে তাকে চ্যালেঞ্জ করে।'


সন্দেহভাজন ওই যুবক তখন কোমর থেকে পিস্তল বের করে ভয় দেখালে, তারা পিছিয়ে যায়। একই সময় বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক পিতা। তিনি অস্ত্র দেখে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন চলে আসে। অবস্থা বেগতিক দেখে সন্দেহভাজন যুবক পান্থপথ ট্রাফিক পুলিশ বক্সের দিকে পালানোর চেষ্টা করে। সেখানে ট্রাফিক পুলিশের সাব-ইনস্পেক্টর খবির হোসেন তাকে আটকে ফেলেন।


সহকারী কমিশনার রাজিব গায়েন বলেন, পিস্তলটি দেখতে সত্যিকার অস্ত্রের মতো মনে হয়েছিল। পরে ওই পিস্তলসহ আটক ইবতেশাম রহমান আলফিকে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়।


জানতে চাইলে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, এটি খেলনা পিস্তল, কিন্তু দেখতে আসলের মতো মনে হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে জুতা চুরির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال