"

এস. কে. সুরকে নিয়ে যা বললেন আসিফ নজরুল

 

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের লকারে সাবেক ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরীর লকার থেকে উদ্ধার হয়েছে ৫৫ হাজার ইউরো, ১ লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার।

 

রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব লিখেন।

 

 

তিনি জানান, এস. কে. সুরের ৭০ লাখ টাকার এফডিআর ও প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের এক কেজি সোনার অলংকারও লকার থেকে জব্দ করা হয়েছে।

 

 

তিনি আরও জানান, পুরো তদন্ত হলে হয়তো আরও বহুকিছু উদ্ধার হবে তার কাছ থেকে।

 

 

আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, এস. কে. সুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি রক্ষকের ভূমিকা পালন না করে ভক্ষকের মতো আচরণ করেছেন।

 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال