"

গভীর রাতে মাদরাসায় আগুন দিল দুর্বৃত্তরা

 

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি বাজার জেবিএম মডেল মহিলা দাখিল মাদরাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হালিম দুলালের। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

মাদরাসাটির পরিচালক বলেন, ‘শনিবার সকালে এসে মাদরাসায় দেখতে পাই অফিসের নথিপত্র ও আসবাবপত্র আগুনে গেছে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি জানাই। আগুনের ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি দুঃখ প্রকাশ করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফ আলী বলেন, আগুন লাগার ঘটনায় অভিযোগ দিয়েছেন মাদরাসা পরিচালক। বাদীর অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রকৃত অপরাধীকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال