"

১ হাজার ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ বিএনপি নেতার স্ত্রী-ছেলে আটক


 কুষ্টিয়ার দৌলতপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও ১ হাজার পিস ইয়াবা বড়িসহ কাজল রেখা ওরফে কাজলি খাতুন (৪৬) এবং তাঁর ছেলে আব্রাহাম লিংকন (২০) নামের দুজনকে আটক করা হয়েছে। তাঁরা দৌলতপুরের মরিচা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীর স্ত্রী ও ছেলে বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগী চর এলাকায় এই অভিযান চালায় সেনা সদস্যদের একটি দল ও দৌলতপুর থানা ‍পুলিশ।


বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আইনের সুশাসন পুননির্মাণের উদ্দেশ্যে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারবাহিকতায় শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা জেলার দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকার লিয়াকত আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার পিস ইয়াবা বড়ি এবং নগদ ১৯ লাখ ৬৭ হাজার ৫০০ টাকাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাজল রেখা ওরফে কাজলি খাতুন ও তাঁর ছেলে আব্রাহাম লিংকনকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী কার্যক্রম সম্পন্নের জন্য দৌলতপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, সেনাবাহিনী ও পুলিশের অভিযানে সাবেক ইউপি সদস্য লিয়াকতের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ লাখ ৬৭ হাজার নগদ টাকা ও ১ হাজার পিস ইয়াবা বড়িসহ তাঁর স্ত্রী, সন্তানকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে। আজকেই আসামিদের কারাগারে পাঠানো হবে।এ বিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সদস্যসচিব শহিদ সরকার মঙ্গল বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না।

 যদি এমন হয়ে থাকে, তবে আমরা দলের গঠনতন্ত্র অনুসারে তাকে দল থেকে বহিষ্কার করব।’

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال