"

ছাত্রশিবিরের সেক্রেটারিকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে ছাত্রদলের হট্টগোল, ভাঙচুর

 

রাজধানীর সূত্রাপুর থানায় সভা চলাকালীন শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারিকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল করেন সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন। পরে অবশ্য শাখা শিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামের কাছে ক্ষমা চান জসিম।


প্রত্যক্ষদর্শীরা জানান, সূত্রাপুর থানা পুলিশের আহ্বানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সভা চলছিল। সেখানে উপস্থিত জবি শিবির সেক্রেটারি রিয়াজুলকে নানা বিষয়ে জেরা করেন ছাত্রদল নেতা জসিম। এ সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করেন ও রিয়াজুলের দিকে তেড়ে যান। পুলিশ ব্যারিকেড দিয়ে রিয়াজুলকে সরিয়ে ওসির কক্ষে বসান।


রিয়াজুল ইসলাম বলেন, ‘আমার সঙ্গে জবি ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারির একটি ছবি দেখিয়ে তারা তেড়ে আসেন। ছবিটা আমি যখন জবি আবৃত্তি সংসদের সেক্রেটারি ছিলাম তখনকার। আমি তো ছাত্রলীগের কোনো মিটিং-মিছিল, শোডাউন করিনি। কিন্তু তারা একটি ছবি দেখিয়ে যাচাই-বাছাই ছাড়াই তিনজন হামলা করার জন্য আসেন। পুলিশের কারণে তারা হামলা করতে পারেনি।’ তিনি বলেন, ‘আমার সঙ্গে স্থানীয় এক মুরব্বি ছিলেন, তাঁকেও তারা মারতে যান। আমাকে চেনার পরও এমন আচরণ উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তারা জবি ছাত্রদলের সঙ্গে যোগাযোগ না করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করেছে। তবে আমরা এটিকে ভুল বোঝাবুঝি হিসেবেই নিয়েছি।’


জানতে চাইলে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি বুঝতে পারিনি। আগের একটি ছবিকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়। এ ঘটনায় আমি দুঃখিত।’


সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সভা চলাকালীন জবি শাখা ছাত্রশিবির ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীর মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। বিশৃঙ্খলা এড়াতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পরে ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন নিজের ভুল বুঝতে পেরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তায় বিষয়টি মীমাংসা করেছেন।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال