"

সমন্বয়ককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার ভাগনে গ্রেপ্তার

 

সমন্বয়ককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার ভাগনে গ্রেপ্তার

সমন্বয়ককে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতার ভাগনে গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী ইব্রাহিম রহমানের (২১) ওপর হামলার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হাসিবুল ইসলাম ওরফে সাব্বির (২৭) নামে তরুণকে গ্রেপ্তার করা হয়। 

হাসিবুলকে উপজেলার বক্তারপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান রনির ভাগনে এবং একই গ্রামের বাসিন্দা।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে লোহার পাইপ দিয়ে পিটিয়ে সমন্বয়ক ইব্রাহিমকে আহত করা হয়। এ ঘটনায় তিনি শুক্রবার থানায় মামলা করেন। এতে ছাত্রলীগ নেতা শাকিল হোসেন ও রিফাত হোসেনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। ঘটনার পর থেকে ঈশ্বরদী থানা ও ফাঁড়ির পুলিশ যৌথ অভিযান শুরু করে। একপর্যায়ে প্রধান আসামি শাকিলের অন্যতম সহচর হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। এর সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

     
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال