"

ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

রাতের আঁধারে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেকু দিয়ে গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ জানুয়ারি) রাতের পর ম্যুরাল ভাঙার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

এ ঘটনায় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, তিনি ম্যুরাল ভাঙার বিষয়টি জানেন না। এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন জানান, তিনি মুক্তিযোদ্ধাদের কাছ থেকে বিষয়টি শুনেছেন, তবে ব্যস্ততার কারণে ঘটনাস্থলে যেতে পারেননি। 


জানা যায়, ২০১৫ সালের ২৭ অক্টোবর সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক ভূঞাপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ বঙ্গবন্ধুর ম্যুরালটি উদ্বোধন করেছিলেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال