"

দেউলিয়াত্বের কাছাকাছি ভারত!


ভারতীয় রুপি ইতিহাসের সবচেয়ে দূর্বল পর্যায়ে পৌঁছেছে। প্রতি ডলারে ৮৫.৫৬ রুপি। বিশ্ববাজারে ডলারের দাম গত কয়েক বছরে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জেতার পর আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বাড়ার প্রক্রিয়া শুরু হয়। সেই প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়ছে। ভারতের বাণিজ্য ঘাটতির বৃদ্ধি, বিদেশি বিনিয়োগের আশঙ্কাজনক হ্রাস সবকিছু মিলিয়ে চোখে অন্ধকার দেখছে মোদি সরকার। ভাতীয় রুপির দূরবস্থা, ভারত কী আবারও এক যুগান্তকারী অর্থনৈতিক সংকটে পড়ছে!

গত এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ভারতের বাণিজ্যঘাটতি ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। সাথে রয়েছে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগের পতন। আগের প্রান্তিকে যেখানে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ এসেছিলো, সেখানে এখন কমে গেছে। এসব সংকট এখন রুপির ওপর চাপ তৈরি করছে।

এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো বিজেপি সরকারের সমালোচনা করছে। তারা বলছে, ২০১৪ সালে নরেন্দ্র মোদি রুপি অবমূল্যায়নের বিরুদ্ধে সরব হলেও, এখন তার সরকারই রুপির পতন থামাতে পারছে না। কংগ্রেস নেতা জয় রাম রমেশ মোদির ২০১৩ সালের বক্তব্য তুলে ধরে বলেন, তখন মোদি বলেছিলেন, "যখন সংকট আসে, কিন্তু নেতৃত্ব সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে না পারে, তখন তা আরও ভয়াবহ হয়ে ওঠে।"

সূত্রঃ একাত্তর টিভি
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال