"

বিএনপি নেতাকে বহিষ্কার, ছাত্রদল নেতাকে শোকজ

 

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ককে কেন বহিষ্কার করা হবে না তার জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার রাতে রাজশাহী মহানগর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম মিলনকে দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না বলেও জানানো হয়েছে। এসময় বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে বহিষ্কার করা হবে না তা আগামী সাত কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির নিকট লিখিত আকারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال