বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,আওয়ামী লীগ রক্তের উপর দাঁড়ানো একটি দল।আওয়ামীলীগ তার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়েছে।এই দলের হাতে এত রক্ত,এত অত্যাচার,এত নিপীড়ন যে, এই মুহূর্তে আওয়ামী লীগে এমন কোন নেতা নেই যে এত দলের এত অত্যাচারের বোঝা দায় কাধে নিয়ে আওয়ামী লীগের ইমেজকে ফিরিয়ে আনার যোগ্যতা রাখে।
পার্থ আরো বলেন, নৈতিকভাবে চিন্তা করলে দেখা যায় এত লাশের উপর দাঁড়ানো একটা রাজনৈতিক দল ,যারা তিন তিনটা বার নির্বাচনকে হত্যা করেছে,গণতন্ত্রকে হত্যা করেছে।এত হত্যা করার পরও কনফিডেন্টলি উদযাপন করেছে।
এরশাদের পতনের পর মিজান চৌধুরী কিভাবে দলকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলো,আজকে দুই মাস পরও আওয়ামী লীগের কোন যোগ্য নেতাকে দেখা যায়নি, যে দাঁড়িয়ে সাহসের সাথে বলতে পারে “আমি আওয়ামী লীগ”। পার্থর মতে,আওয়ামী লীগ নেতাদের নৈতিক জায়গাটা আর অক্ষুন্ন নেই।
তিনি বলেন ,সামাজিকভাবে আওয়ামী লীগ এখন একটা মীরজাফর লীগ হয়ে গিয়েছে। এই মুহূর্তে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছে।
আওয়ামী লীগের এই বিধ্বস্ত জায়গা থেকে এসে কেউ দলের হত্যাকাণ্ডের দায় মাথায় নিয়ে দলীয় ভাবে সিদ্ধান্ত নিয়ে যদি আসে তখন দেখা যেতে পারে আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কি পারবে না ।
তিনি আরো বলেন,গত ১৫ বছরে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি নষ্ট করেছে ,যে অ্যাটিটিউড, যে স্বৈরতন্ত্র, যেভাবে নির্ঘিতার মানুষ হত্যা করেছে, এই আওয়ামী লীগ যদি বিচারের মুখোমুখি না হয়ে রাজনীতিতে আসে ,তাহলে আমরা রাজনীতি করবো না।
আন্দালিব রহমান পার্থ মনে করেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ভালো মানুষদেরকে এগিয়ে আসতে হবে।