"

কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন নুর!


বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নির্বাচন হয়, শিক্ষকদের নির্বাচন হয় প্রতি বছর তাহলে ছাত্রদের নির্বাচন কেন হবে না? ছাত্রসংসদ নির্বাচন কেন হবে না? রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরিতে ছাত্র সংসদের বিকল্প নেই।

সোমবার (৬ জানুয়ারি), বিকাল ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত ‘ছাত্র রাজনীতির সংস্কার: প্রসঙ্গ ডাকসু, জাকসু, রাকসু, চাকসু...’ শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা বলে। সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলে। গত ৩৩ বছরে সংসদীয় গণতন্ত্রে যারা সংসদে ছিল সেই দলগুলো তাদের নেতৃত্ব নির্বাচন থকে শুরু করে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় কতটুকু সেটির প্রয়োগ করেছে সেটি সকলেই জানেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া যদি সঠিক না থাকে জাতীয় রাজনীতির নেতৃত্ব নির্বাচনে প্রক্রিয়া তারা কতটুকু শুদ্ধ করবে? কতটুকু গণতান্ত্রিক চর্চার প্রাতিষ্ঠানিক রূপ দান করবে? শুধু পনের বছরের আয়নাতে সবকিছু দেখলে হবে না।

তিনি বলেন, ৫৩ বছরের সংকট এবং নানান ধরনের অভিজ্ঞতা ও পরিস্থিতির আলোকে জুলাই গণঅভ্যুত্থানের আগে বড় সংকট মোকাবেলা করেছি। অসংখ্য মানুষের আত্মত্যাগ, রক্তদান ও সংগ্রামের মধ্য দিয়ে পরিবর্তন এসেছে। আমরা চাই না আর আমাদের রক্ত দিতে, জীবন দিতে ও আন্দোলন করতে।

রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদেরকে রাজনীতির দিকে আগ্রহী করে তুলতে হবে উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, এই আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে জাতিকে নতুন করে পথ দেখিয়েছে শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের দিয়ে ছাত্র রাজনীতির একটি পরিবর্তন হোক। সেই পরিবর্তের ক্ষেত্রে ছাত্র সংসদগুলো অন্যতম একটি বড় পথ ও নিয়ামক হতে পারে। রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদেরকে রাজনীতির দিকে আগ্রহী করে তুলতে হবে।

তিনি বলেন, ডাকসু নির্বাচনের পর ক্যাম্পাসে ছাত্রদলের প্রবেশের সুযোগ তৈরি হয়েছিল এবং স্বাভাবিক কার্যক্রম তারা করেছিল, পরিবেশ তৈরি হয়েছিল এবং শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিবাদী চেতনা গড়ে উঠে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগসূত্র তৈরি হয়েছিল। ডাকসু না হলে আমাদের সেই রাজনীতিতে আসা হতো না। ডাকসু, জাকসু, রাকসু, চাকসুর ছাত্র সংসদ নির্বাচনগুলো সেসময় যদি ধারাবাহিকভাবে হতো তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রগতিশীল শিক্ষার্থীদের গ্রুপ তৈরি হতো। এখন সুযোগ হয়েছে অবশ্যই এ সুযোগ মিস করা যাবে না। এখন সকলের দাবি, ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال