প্রথমবারের মতো মহাকাশে নিজস্ব প্রযুক্তির স্যাটেলাইট পাঠিয়েছে পাকিস্তান। গত শুক্রবার উত্তর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। পাকিস্তানের মহাকাশ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তানে মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) এক বিবৃতিতে জানিয়েছে, মহাকশে পাঠানো ‘পিআরএসসি–ইও১’ স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা, দুর্যোগ মোকাবেলা এবং নগর পরিকল্পনা ও কৃষি উন্নয়নের উন্নতিতে পাকিস্তানের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
স্যাটেলাইটটিতে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করা হয়েছে। এটি প্রতিফলিত সূর্যালোক সনাক্ত ও পরিমাপ করে পৃথিবী পৃষ্ঠের তথ্য ও ছবি সংগ্রহ করতে পারবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘সুপারকোর নেতৃত্বে আমাদের যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হলো, সেটি মহাকাশ ও প্রযুক্তিবিদ্যায় পাকিস্তানের ক্রমবর্ধমান সক্ষমতাকেই প্রমাণ করে।’
চীনের অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার পাকিস্তানের স্যাটেলাইট পিআরএসসি–ইও১ উৎক্ষেপণের পাশাপাশি তিয়ানলু-১ এবং ব্লু কার্বন ১ নামের আরও দুটি চীনা স্যাটেলাইট একই সময়ে উৎক্ষেপণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্র, চীন ও ভারতসহ বেশ কয়েকটি দেশের নিজস্ব স্যাটেলাইট রয়েছে। এবার সেই কাতারে পাকিস্তানও নাম লেখাল।
Tags
আন্তর্জাতিক