সকাল থেকেই বেশকিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়, গুরুতর অসুস্থ ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। নেওয়া হয়েছে আইসিইউতে। সংবাদে এসেছে শারীরিক অবস্থা অবনতির হওয়ার কথাও।
বিষয়টি নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ফারহানের সঙ্গে। তাঁকে পাওয়া না গেলেও তাঁর শারীরিক অবস্থার তথ্য দিয়েছেন অভিনেতার মামা মামুন।
তিনি বলেন, ‘মুশফিক আর ফারহান আগের চেয়ে ভালো আছে। শুটিং স্পটে নয়, বাসাতেই অসুস্থ হয়ে পড়ে সে। তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’আইসিইউতে থাকা বা শারীরিক অবস্থার অবনতি প্রসঙ্গে তিনি বলেন, ‘তার মূলত ভাইরাল ফিভার হয়েছে। বাড়তি সতর্কতার জন্য আইসিইউতে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
জানা যায়, আজ এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল। সেই শুটিং বাতিল করা হয়েছে।
Tags
বিনোদন