"

তিনি দলে থাকতেই চান, বোর্ড তাঁকে চায় না


বিরাট কোহলিকে নিয়ে আলোচনাই এখন ফিসফাস ছাড়িয়ে জোর আওয়াজ পাচ্ছে, রোহিত শর্মার ক্ষেত্রে তো প্রায় নিশ্চিতই ধরে নেওয়া হচ্ছে। আলোচনাটা এই যে, সম্ভবত অস্ট্রেলিয়ায় ভারতের ব্যর্থ সফরেই কোহলি আর রোহিতকে ভারতের টেস্ট দলে শেষবার দেখা হয়ে গেছে।

অস্ট্রেলিয়া সফরে সিডনিতে শেষ টেস্টে অধিনায়ক রোহিত নিজেকে সরিয়ে নেওয়ার পরই বলাবলি শুরু হয়ে যায়, বিশ্রাম থেকেই তাঁকে অবসরে পাঠাবে ভারত। রোহিত যদিও এরপর বলেছেন যে তিনি শুধু একটা টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন, খেলা ছাড়ছেন না। তবে ভারতের সংবাদমাধ্যম জানাচ্ছে, রোহিতের এই কথাটাকে গ্রাহ্য করছে না ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, আগামী ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফিতে মনোযোগ দেওয়ার আগে টেস্ট দলের আগামীর পথচলা নিয়ে একটা সিদ্ধান্ত নিতে চায় বিসিসিআই। আর সে ভবিষ্যতে রোহিতের কোনো জায়গা দেখে না বোর্ড।

আগামী রোববার বিসিসিআইয়ের সাধারণ সভা আছে, যেখানে মূলত বিসিসিআইয়ের নতুন সচিব হিসেবে দেভাজিত সাইকিয়াকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে। বিসিসিআই সচিবের পদ ছেড়ে আইসিসির চেয়ারম্যান হয়ে যাওয়া জয় শাহর জায়গায় নিয়োগ পাচ্ছেন সাইকিয়া। তা সচিব নিয়োগের আনুষ্ঠানিকতা শেষেই সভায় টেস্ট দলের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে বলে জানাচ্ছে হিন্দুস্তান টাইমস। আর সে আলোচনায় থাকছে অস্ট্রেলিয়া সফরে ও এই সফরের আগ থেকেই ব্যাট হাতে চরম ব্যর্থ রোহিতের টেস্ট ভবিষ্যত।

৩৭ বছর বয়সী রোহিত অস্ট্রেলিয়া সফরে তিন টেস্টে পাঁচ ইনিংসে করেছেন মাত্র ৩১ রান। সব মিলিয়ে সেপ্টেম্বরের পর থেকে ৮ টেস্টেই তাঁর রান মাত্র ১৬৪, এ সময়ে ফিফটি মাত্র একটি। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে ব্যক্তিগত কারণে খেলতে না পারা রোহিত পরের তিন টেস্টে ব্যর্থতার পর পঞ্চম টেস্টে যখন সরে দাঁড়ান, সে নিয়েও সমালোচনা হয়েছে অনেক। অধিনায়ক একটা গুরুত্বপূর্ণ টেস্টের আগে এভাবে সরে যাওয়ার পেছনে পলায়নপরতার ছাপ দেখেছেন সবাই।

সিডনি টেস্টের পরই তাই তাঁর শেষ দেখা হয়ে গেছে। যদিও সেই টেস্টের দ্বিতীয় দিনেই রোহিত অবসরের আলোচনা নিয়ে স্টার স্পোর্টসে বলেছেন, ‘আমি কোথাও যাচ্ছি না।’ তবে হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, সচিব হিসেবে নিয়োগের পর সাইকিয়া যখন সিরিজে দলের পারফরম্যান্স বিশ্লেষণ ও ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বসবেন, সেখানে রোহিতের ওই মন্তব্য খুব একটা পাত্তা পাবে না।

সিডনি টেস্টে যে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত, এর আগে তিন টেস্টে তাঁর ব্যাটিং অর্ডারেও যে বদল এনেছেন, সেসবকে তাঁর গা বাঁচানোর চেষ্টা হিসেবেই দেখছে বিসিসিআই। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ছয় নম্বরে নামা রোহিত চতুর্থ টেস্টে নিজেকে ওপেনিংয়ে নিয়ে যান। যে কারণে চতুর্থ টেস্টে লোকেশ রাহুলকে তিনে নামতে হয়, আর একাদশ থেকে বাদ দেওয়া হয় শুবমান গিলকে। ওপেনিংয়েও কিছু করতে না পারা রোহিত পঞ্চম টেস্টে দল থেকে সরে দাঁড়ান।  

বিসিসিআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখে, রোহিত চেয়েছিলেন দল কোনোরকমে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণ মিলিয়ে দিলেই তিনি যাতে ফাইনালে খেলে বিদায় নিতে পারেন। হিন্দুস্তান টাইমসকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ভারত কোনো না কোনো উপায়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারে কি না, রোহিত সেটা দেখার অপেক্ষায় ছিল। এখন ও দলে জায়গার জন্য লড়াইয়ে নামবে কি না, সেটা ওর ব্যাপার। কিন্তু (রোহিতকে খেলিয়ে যাওয়ার) সিদ্ধান্তটা এখানে অজিত আগারকার ও তাঁর নির্বাচক কমিটির হাতে।’
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال