বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে যে তারা সুযোগ পেলে ভোটের মাধ্যমে সরকারের পরিবর্তন করতে সক্ষম। '৯১ সালে বিএনপিকে, '৯৬ সাল থেকে আওয়ামী লীগকে এবং ২০০০ সালে আবার বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার উদাহরণ জনগণের ইতিহাসে রয়েছে।
তিনি বলেন, জনগণ যে কোনো শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে গণঅভ্যুত্থান ঘটাতে পারে, যেমনটি এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধেও হয়েছে।
তিনি আরও জানান, বিএনপি সরকারে আসার সময় সংস্কারের কথা বলেছিল, তবে সংস্কার কখনো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় না, এটি একটি চলমান প্রক্রিয়া।
বর্তমান সরকারের উদ্দেশ্য যে সংস্কার করতে হবে, সেটি নিশ্চিত হলেও, তাদের উচিত প্রথমে নির্বাচন দেয়া। নির্বাচন না হলে স্থিতিশীলতা, শান্তি এবং সুষ্ঠু নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়- এমনটাই বলেন তিনি।
ড. খন্দকার মোশাররফ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচন না দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারে না এবং তাদের সময়সীমা অনির্দিষ্ট হতে পারে না।
তিনি জানান, বিএনপি সরকারকে সমর্থন দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো ষড়যন্ত্র নির্বাচনকে পিছানোর জন্য হতে পারে, তবে জনগণ এসব ষড়যন্ত্র মোকাবেলা করবে।
বিএনপির এই শীর্ষ নেতা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিন, তাতে জনগণই ঠিক করবে তাদের সরকার কারা হবে।