নাটোরের লালপুরে বিএনপি -আওয়ামীলীগের সংঘর্ষে ছুটিতে আসা এক সেনা সদস্য সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত ৮ টার পরে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আওয়ামীলীগের আব্দুল মান্নান, ছেলে সোহাগ, মান্নানের নাতি জয়, সেনাবাহিনী সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।
স্থানীয়রা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসবাব ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নানের নাতি জয় ফেসবুকে একটি পোস্ট করে। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা জয়কে মারধর করে। এতে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে ছাত্রদল কর্মী সাগর কে পাল্টা ধাওয়া করলে সংঘর্ষ বাধে।
এসময় ছাত্রদল কর্মী সাগরকে বেধরক পিটিয়ে আহত করে। পরে বিএনপি নেতা কর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রব্বানী ও সেন্টু নামে ৩ আওয়ামীলীগ কর্মীর বাড়ি-ঘর ভাংচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, কোন লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Tags
সারাদেশ