"

বাড়িতে ঢুকে হামলা: গুলিবিদ্ধ ছেলে, মায়ের যায় গাল ঘেঁষে

 

মুন্সীগঞ্জে বাড়িতে ঢুকে মা জরিনা বেগম ও ছেলে জিহাদ মীরকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে জরিনাকে লক্ষ্য করে ছোড়া গুলি তার গাল ঘেষে চলে গেলেও ছেলে জিহাদ গুলিবিদ্ধ হয়েছে। গত শনিবার রাতে সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়ায় এ ঘটনা ঘটে। 


গুলিবিদ্ধ জিহাদ ও আহত জরিনা বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আজ রোববার দুপুরে সদর থানায় মামলা করা হয়েছে। 


পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে ঢুকে মা-ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ছেলে গুলিবিদ্ধ হয়। আর একটি গুলি তার মায়ের গাল ঘেষে চলে যায়। 


হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসক ডা. আতাউল করিম জানান, জরিনা বেগমের শরীরে গুলি পাওয়া যায়নি। তবে তাঁর গাল কেটে গুলি বেরিয়ে যায়। এতে গালে জখম রয়েছে। তাঁর ছেলের অবস্থা গুরুতর। 


মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال